ওয়েবডেস্ক, কথাবার্তা, কাজীনূর জগতশেঠ, বেলডাঙা, ২৪ নভেম্বর: ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মিভূত হলো কাঠের কারখানাসহ একটি বাড়ি। ঘটনাটি ঘটে গেল বেগুনবাড়ি পঞ্চায়েতের অধীন হরেকনগর হঠাৎপাড়াতে। আগুন লাগার কারণ হিসেবে অনুমান করা হয়েছে বৈদ্যুতিক এগারো হাজার ভোল্টের তার ফিউজ।
এলাকাবাসীর বক্তব্য সাকির সেখের বাড়ির পাশে যে তারখুঁটি রয়েছে তাতে প্রায়শ সন্ধ্যার পর থেকে তারের ফিউজ থেকে আগুন বের হতে দেখা যেত। এই ঘটনা সেখান থেকেই হয়েছে। এদিন শুক্রবার রাত ৯ টার পর আগুন লাগে এবং ১০ টার দিকে সবার নজরে আসে। বেলডাঙ্গা-আমতলা রোডের উপরেই ঘটনাটি ঘটায় সহজেই পথচলতি লোকের নজরে আসে। সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানো হয়। মুহুর্তের মধ্যে সেখানে উপস্থিত হন বেলডাঙ্গা থানার ওসি সমিত তালুকদার।
যদিও দমকল বাহিনীকে জানানো হয়েছিল। তবুও জনগন ও জাগরণ মঞ্চসহ একাধিক সংস্থার সদশ্যদের উপস্থিতিতে আগুন দমকল বাহিনী আসার আগেই নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তবে তার আগেই কাঠের মিল সহ দুটি বাড়ি ভস্মীভূত হয়ে যায়। বর্তমানে সাকির সেখের অবস্থা অত্যন্ত করুন। এলাকাবাসীর আবেদন, এই ভয়ানক অগ্নিকান্ডের পর সাকের সেখ পথে যেতে বসেছে, তার জন্য প্রশাসনিক সাহায্যের আবেদন রেখেছেন।




No comments:
Post a Comment