ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২২ নভেম্বর: বেলডাঙা স্টেট বাস ও ৪০৭ ম্যাটারো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত একজন ও গুরুত্বর আহত আরও এক। মৃতের নাম নজরুল সেখ(৩০)। আহতের নাম আরমান সেখ। তাদের বাড়ি দেবকুন্ড গ্রামে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ বেলডাঙা থানার ৩৪ নং জাতীয় সড়কের ঝুনকা মোড় সংলগ্ন এলাকায়।
জানা যায়, এদিন কোলকাতাগামী সরকারি বাসের সঙ্গে ৪০৭ গ্যাসের গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় ৪০৭ ম্যাটারো গাড়ির চালক ও খালাসিকে উদ্ধার করে পুলিশের সাহায্যে তাদের বহরমপুর মেডিকাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নজরুল সেখকে মৃত ঘোষনা করেন চিকিৎসকেরা। তাকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আহত আরমান সেখ চিকিৎসাধীন। পুলিশ সরকারি বাসটিকে আটক করেছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
 



 
No comments:
Post a Comment