ওয়েবডেস্ক, কথাবার্তা, রেজিনগর, ২৪ নভেম্বর: রেজিনগরে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত ১ জন। মৃতের নাম ইমাম সেখ(২৭)। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০ টা নাগাদ রেজিনগর থানার ৩৪ নং জাতীয় সড়কে হাটতলায় মোড়ে। জানা যায়, এদিন বাড়ি ফেরার পথে রাস্তাপার হওয়ার সময় বহরমপুগামী একটি লরি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনা স্থলে মারা যায় ইমাম সেখ। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃত উদ্ধার করে ময়নাতদন্তে জন্য নিয়ে যায়।



No comments:
Post a Comment