ওয়েবডেস্ক, কথাবার্তা, মোঃ বানারুল হক, বেলডাঙা, ১৩ নভেম্বরঃ বেতন হল না মুর্শিদাবাদ জেলার সর্ব শিক্ষা মিশনের অধীন ১৬৮ জন মাদ্রাসার শিক্ষকের। নভেম্বর মাসের ১৩ তারিখ হয়ে গেলেও অক্টোবর মাসের বেতন না হওয়া সমস্যায় পড়েছে এসব শিক্ষকরা। অথচ সর্ব শিক্ষার অধীনে থাকা স্কুল শিক্ষকদের বেতন হয়ে গেছে। ডিআই এর সঙ্গে কথা বলে জানা যায়, ডিআই অফিসে যে টাকা আছে তাতে শুধু মাত্র অল্প মাদ্রাসা যুক্ত কান্দি মহকুমার শিক্ষকদের বেতন দেওয়ার যাবে। ৫৫ লক্ষ টাকা DSE থেকে চাওয়া হয়েছে পাঁচ মহকুমার SSM এর অধীন শিক্ষকদের বেতন দেওয়ার জন্য। ডিআই অফিসের আধিকারিকদের গাফিলতির জন্য বহরমপুর সদর মহকুমা সহ জেলার সব মহকুমার মাদ্রাসার সর্ব শিক্ষা মিশনের শিক্ষকদের বেতন হয়নি বলে শিক্ষকদের অভিযোগ।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষকরা মাস পয়লা বেতন পেয়ে আসছেন। মানবিক মুখ্যমন্ত্রী অক্টোবর মাসের বেতন দুর্গাপুজোর আগেই দিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। কিছু আধিকারিকের গাফিলতির কারনে পুজোর আগে তো দূরের কথা মাস ফুরিয়ে আজ ১৩ নভেম্বরেও বেতন হল না। ফলে বেতন না পাওয়ায় ক্ষোভে ফুঁসছে এই সব শিক্ষকরা।


No comments:
Post a Comment