09 November 2018

গণ ভাইফোঁটার আয়োজন শক্তিপুরে



ওয়েবডেস্ক, কথাবার্তা, শক্তিপুর, ৯ নভেম্বরঃ মুর্শিদাবাদ জেলার সোমপাড়া ধাউরা গ্রামে আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া ভাইদের নিয়ে গণ ভাইফোঁটার আয়োজন করা হয় শুক্রবার। এদিন মোট ৪৬ জন ভাইকে ফোঁটা দেওয়া হয়। আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে ১৫ জন বোন এসেছিলেন এদের ফোঁটা দেওয়ার জন্য। 


গ্রামের প্রচুর মানুষ হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানকে দেখার জন্য। শক্তিপুর থানার ওসি পিন্টু মুখার্জী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং তিনিও ফোঁটা গ্রহণ করেন। এলাকার সমাজ সেবকদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান আয়োজিত ও পরিচালিত হয়।




No comments:

Post a Comment