06 November 2018

বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে ইট ভাটার ব্যবসা বেলডাঙায়



ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ৬ নভেম্বরঃ শক্তির আরাধনার ঠিক একদিন আগেই মুষলধারে বৃষ্টি নেমে আসে মুর্শিদাবাদের বেলডাঙায়। বৃষ্টির ফলে বেলডাঙা-১ ব্লকের প্রায় ৩৭টি ইট ভাটাতেই লক্ষ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

সোমবার বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে শুরু হয় ঝড় সহ প্রচণ্ড হারে বৃষ্টি। কালী পুজোর পরের সাধারণ ইট ভাটাতে ইট পোড়ানোর কাজ শুরু হয়। তাই বেশ কিছুদিন আগে থেকে ইট তৈরির কাজ চলছিল। 

এদিনের বৃষ্টিতে সেসব কাচা ইট গলে মাটিতে পরিণত হয়ে গেছে। ব্যাপক ক্ষতির মুখে পড়ে গেল ইট ভাটার মালিকেরা। তাই ইট ভাটার ব্যবসা শুরু হওয়ার মুখেই প্রকৃতির এমন খামখেয়ালিপানায় দুশ্চিন্তায় আছে ইট ভাটা মালিকেরা। আবার নতুন করে কিভাবে ইট তৈরি করার কাজ শুরু করা যায় সেই চিন্তায় ব্যস্ত তারা। 

ভিডিও 


No comments:

Post a Comment