12 November 2018

জলঙ্গীতে নতুন প্রযুক্তির বোমা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়




ওয়েবডেস্ক, কথাবার্তা, জলঙ্গী, ১২ নভেম্বরঃ নতুন প্রযুক্তির বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে জলঙ্গীর টিকরবাড়িয়া এলাকায়। রবিবার বিকালে টিকরবাড়িয়া হাই স্কুলের পিছনে বোমা ফাটার আওয়াজ পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় মানুষ। পুলিশ এসে সেখান থেকে চারটি নতুন প্রযুক্তির চারটে বোমা উদ্ধার করে বোম স্কোয়ার্ডকে খবর দিলে তারা এসে সোমবার সকালে বোমাগুলি নিষ্ক্রিয় করে। এই নতুন প্রযুক্তির বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ তদন্ত করছে।

ভিডিও 

No comments:

Post a Comment