ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ৫ নভেম্বরঃ বেলডাঙায় সোনার দোকান ভেঙে চুরি। ৩০ ভরি সোনা ও ৫০ কেজি চাঁদি চুরি হয়েছে, যার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানার সারগাছি বাজারে শুকুরুল্লা জুয়েলার্স-এ। মালিক পিয়ারুল সেখ। প্রায় ৫ বছর আগে দোকানটি খোলা হয়।
দোকান মালিকের অভিযোগ, সোমাবার গভীর রাতে দোকানের পরপর তিনটে গেট ভেঙে চোর ভিতরে ঢোকে লোহারাম বাক্স ভেঙে প্রায় ৩০ ভরি সোনা (আনুমানিক মূল্য ১০লাখ), প্রায় ৫০ কেজি চাঁদি (আনুমানিক মূল্য ১০ লাখ) চুরি করে।
এমনকি প্রমাণপত্র লোপাট দেওয়ার জন্য চোরেরা দোকানে সিসিটিভি ক্যামেরার হার্ডডিক্স ও এলইডি নিয়ে চম্পট দেয়। সারগাছি মোড়ে সোনার দোকানে চুরি এই প্রথম নয়, এর আগে বহুবার হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনার তদন্ত করছে পুলিশ।
এমনকি প্রমাণপত্র লোপাট দেওয়ার জন্য চোরেরা দোকানে সিসিটিভি ক্যামেরার হার্ডডিক্স ও এলইডি নিয়ে চম্পট দেয়। সারগাছি মোড়ে সোনার দোকানে চুরি এই প্রথম নয়, এর আগে বহুবার হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনার তদন্ত করছে পুলিশ।



No comments:
Post a Comment