13 October 2018

বেলডাঙায় দিনেরবেলায় মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই



ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ১৩ অক্টোবরঃ বেলডাঙা থেকে দিনেরবেলায় ছিনতাই হল সোনার হার বৃদ্ধার গলা থেকে। বৃদ্ধার নাম লিলা পাল (৬৫)। হারটির ওজন প্রায় দুই ভরি। ঘটনাটি ঘটেছে শনিবার  বেলডাঙা বুড়িমাতলা মন্দিরের পাশে বেলা সাড়ে ৩ টা নাগাদ।



জানা যায়, ওই বৃদ্ধা বাড়ির সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। সেই সময় দুজন যুবক মোটর বাইকে করে এসে তার সামনে দাঁড়ায় এবং কোন একজনের নাম করে বাড়ি জানতে চায়। এমন সময় বৃদ্ধার গলা থেকে টান মেরে হার ছিঁড়ে নেয়। প্রথমে বৃদ্ধার যুবকের হাত থেকে হারটি কেড়ে নিলেও পরে বৃদ্ধার কাছ থেকে হার ছিনিয়ে নিয়ে তারা বাইকে চেপে চম্পট দেয়। বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে হার উদ্ধারের প্রতিশ্রুতি দেওয়া হয়। 

No comments:

Post a Comment