ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ১৬ অক্টোবরঃ বেলডাঙায় দিনে দুপুরে মহিলার গলা থেকে ছিনতাই যাওয়া সোনার হার উদ্ধার করল বেলডাঙা থানার পুলিশ, খুশি এলাকাবাসী। আটক দুই। ধৃতদের নাম সামিরুল সেখ, হাবিল সেখ। ধৃতদের বাড়ি বেলডাঙা মাঝপাড়া বলে পুলিশ সূত্রে খবর। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড এলাকা থেকে ছিনতাইকারীদের আটক করে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে যে, তারা বেলডাঙা সোনাপট্টির কোন একটি দোকানে হারটি বিক্রি করে। পুলিশ সেখান থেকে হার উদ্ধার করে। দোকানের মালিক পলাতক।
উল্লেখ্য, ১৩ অক্টোবর শনিবার বেলডাঙা বুড়িমাতলা মন্দিরের পাশে বেলা সাড়ে ৩ টা নাগাদ লিলা পাল (৬৫) নামে এক বৃদ্ধার গলা থেকে প্রায় দুই ভরি ওজনের একটি সোনার হার ছিনতাই করে পালাই দুই মোটর বাইক ছিনকাইকারী। বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে সেদিনই থানায় অভিযোগ করা হয়।


No comments:
Post a Comment