ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ১০ অক্টোবরঃ বেলডাঙার কালিতলা এলাকার থেকে বেশ কিছু পাখি ধরার জাল উদ্ধার করল বেলডাঙা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯ টা নাগাদ বেলডাঙা থানার কালিতলা খোড়ারগাছতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন কালীতলা গ্রামের কিছু পাখি শিকারি বেশ কিছু জাল নিয়ে খোড়ারগাছতলা এলাকার আশেপাশে বিলে পাখি শিকারের জন্য পাতে। স্থানীয় কিছু লোকজন এই জাল পাতা দেখে বেলডাঙা থানায় খবর দেয়।
খবর পেয়েই তৎক্ষণাৎ বেলডাঙার থানার ওসি সমিত তালুকদার পুলিশ পাঠিয়ে জালগুলিকে উদ্ধার করে আনে। বেলডাঙা থানার ওসি সমিত তালুকদার বলেন, 'আমি খবর পেয়েই পুলিশ পাঠিয়ে বেশ কিছু জাল উদ্ধার করে থানায় এনেছি। এই ব্যাপারে কারা জড়িয়ে আছে তদন্ত চলছে।'
খবর পেয়েই তৎক্ষণাৎ বেলডাঙার থানার ওসি সমিত তালুকদার পুলিশ পাঠিয়ে জালগুলিকে উদ্ধার করে আনে। বেলডাঙা থানার ওসি সমিত তালুকদার বলেন, 'আমি খবর পেয়েই পুলিশ পাঠিয়ে বেশ কিছু জাল উদ্ধার করে থানায় এনেছি। এই ব্যাপারে কারা জড়িয়ে আছে তদন্ত চলছে।'



No comments:
Post a Comment