05 October 2018

বেলডাঙায় লরির ধাক্কার মৃত ১ বাইক আরোহী



ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ৫ অক্টোবরঃ বেলডাঙায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম যাদব ঘোষ(৫৫), বাড়ি বেলডাঙা থানার মির্জাপুর গ্রামের তিলিপাড়া। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ২ টার সময় বেলডাঙা থানার কাছে  ৩৪ নং জাতীয় সড়কে। 


স্থানীয় সূত্র জানা যায়, এদিন যাদব ঘোষ বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ডাক্তার দেখিয়ে বাইক করে বাড়ি ফেরার সময় বহরমপুরগামী একটি ছয় চাকার লরি তাকে সামনাসামনি ধাক্কা মারে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক লরির চালক গাড়ি ফেলে পালাতক। খবর পেয়ে ঘটনাস্থলে বেলডাঙা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে এবং লরিটিকে আটক করে থানায় নিয়ে আসে।



No comments:

Post a Comment