ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ২৯ সেপ্টেম্বরঃ বেলডাঙা কুমারপুরের একটি ইট ভাটায় ধস পড়ে আহত চার জন। আহতদের নাম মইজদ্দিন সেখ(৪২), আওসাদ আলি(১৮), তাজদ্দিন সেখ(৪৫), অন্যজনের নাম এখনও জানা যায়নি। এদের প্রত্যকের বাড়ি বেলডাঙা থানার মহ্যমপুর বাগানপাড়ায়।
ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৭.৩০ টা নাগাদ বেলডাঙা থানা এলাকার মহ্যমপুরে 'লাক' নামে একটি ইট ভাটায়। স্থানীয় সূত্রে খবর প্রতিদিনের মতো শনিবার সকালে তারা ভাটায় ইট তোলার কাজ করতে গিয়েছিল। হঠাৎ ইট তোলার সময় ভাটার গোলায়ের একটি পাঁচিলে ধসে তাদের উপর চাপা পড়ে যায়।
সঙ্গে সঙ্গে স্থানীয় কিছু লোকজনের সহায়তায় জেসিবি দিয়ে ইট সরিয়ে তাদেরকে উদ্ধার করে বেলডাঙা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে চিকিৎসকরা তাদেরকে গুরুত্বর অবস্থায় দেখে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৭.৩০ টা নাগাদ বেলডাঙা থানা এলাকার মহ্যমপুরে 'লাক' নামে একটি ইট ভাটায়। স্থানীয় সূত্রে খবর প্রতিদিনের মতো শনিবার সকালে তারা ভাটায় ইট তোলার কাজ করতে গিয়েছিল। হঠাৎ ইট তোলার সময় ভাটার গোলায়ের একটি পাঁচিলে ধসে তাদের উপর চাপা পড়ে যায়।
সঙ্গে সঙ্গে স্থানীয় কিছু লোকজনের সহায়তায় জেসিবি দিয়ে ইট সরিয়ে তাদেরকে উদ্ধার করে বেলডাঙা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে চিকিৎসকরা তাদেরকে গুরুত্বর অবস্থায় দেখে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।



No comments:
Post a Comment