ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ১৯ অক্টোবরঃ পুজো মণ্ডপ থেকে ভাসানের জন্য দুর্গা প্রতিমা বের করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত হল এক ব্যক্তির। মৃতের নাম পুলক মণ্ডল(৩৫), বাড়ি বেলডাঙা থানা এলাকার নওপুকুরিয়া মাঠপাড়ায় গ্রামে।
স্থানীয় সূত্রে থেকে জানা যায়, ভাসানের জন্য প্রতিমা মণ্ডপ থেকে বের করার সময় পুজো মণ্ডপের বিদ্যুতের তার মাথায় আটকে যায়। তারের জয়েন্টে লিক থাকায় তাকে শক লাগে এবং প্রতিমা ছেড়ে দিলে প্রতিমা হুড়মুড় করে পড়ে সে ঢাকা পড়ে যায়। স্থায়ীয় মানুষ ছুটে এসে বিদ্যুতের মেইন নামিয়ে প্রতিমা সরিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুজোর সময় এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


No comments:
Post a Comment