ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ১২ সেপ্টেম্বরঃ বেলডাঙা থানার উদ্যোগে পালিত হল 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচি। বুধবার বেলডাঙা থানা থেকে শুরু করে বড়ুয়ার মোড়, পাঁচরাহা মোড় ও ছাপাখানার মোড় পর্যন্ত এই কর্মসূচি চলে।
পথচলতি মানুষকে ভালো করে দেখেশুনে পথ পারাপারের করতে অনুরোধ করেন। হেলমেট ছাড়া বাইক চালানো এবং সিট বেল্ট ছাড়া গাড়ি না চালানোর জন্য বাইক ও গাড়ি চালকদের সচেতন করা হয়। ট্রাফিক নিয়ম মেনে চললে দুর্ঘটনা এড়ানো সম্ভব।
এই সচেতনা পথযাত্রার নেতৃত্ব দেন বেলডাঙা থানা এস আই দীপক হালদার। পুলিশের এই প্রচার অভিযান সাধারণ মানুষদের মধ্যে ভালো সাড়া ফেলেছে বলে জানান বেলডাঙা থানার ওসি সমিত তালুকদার।



No comments:
Post a Comment