12 September 2018

রেজিনগর পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ ও বাল্যবিবাহ প্রতিরোধ সভা



ওয়েবডেস্ক, কথাবার্তা, সেলিম, রেজিনগর, ১২ সেপ্টেম্বরঃ রেজিনগরে অনুষ্ঠিত হল সেফ ড্রাইভ সেভ লাইফ ও বাল্যবিবাহ প্রতিরোধ সভা। বুধবাররে রেজিনগরের ৬ টা পঞ্চায়েতের ইমাম ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে রেজিনগর থানার ওসি স্বরূপ বিশ্বাস এই সভার আয়োজন করেন। উপস্থিত ছিলেন 
 মুর্শিদাবাদ সদরের সি আই অমিত কুমার নন্দী। 


No comments:

Post a Comment