ওয়েবডেস্ক, কথাবার্তা, রেজিনগর, ১২ সেপ্টেম্বরঃ রেজিনগর থেকে উদ্ধার হল কয়েক বস্তা ভর্তি গাঁজা। বুধবার সকাল সাড়ে ৭ টা নাগাদ বহরমপুরগামী বে-সরকারি বাস থেকে প্রায় ১৫০ কেজি গাঁজা উদ্ধার করে রেজিনগর থানার পুলিশ।
জানা যায় বাসটি দিঘা থেকে বহরমপুর যাচ্ছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রেজিনগর বাসস্ট্যান্ডে বাসটিকে আটকিয়ে তল্লাশি চালিয়ে প্রায় ১৫০কেজি গাঁজা উদ্ধার করে।
এই ঘটনা পুলিশ শুকুরুল্লা মন্ডল(৪৫), রামু বর্মা(৩৫)- এই দুজনকে আটক করেছে। তাদের মধ্যে শুকুরুল্লা মন্ডলের বাড়ি মুর্শিদাবাদের লালবাগ ও রামু বর্মার বাড়ি জিয়াগঞ্জ বলে জানা গেছে। বুধবার বহরমপুর আদালতে তোলা হয় দুই ধৃতকে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেই তদন্ত শুরু করেছে পুলিশ।



No comments:
Post a Comment