03 September 2018

গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার রেজিনগরে, চাঞ্চল্য এলাকায়



ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ৩ সেপ্টেম্বরঃ রেজিনগরে গৃহবধূর ঝুলন্তদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম সাবিনা ইয়াসমিন(৪৪)। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর নাগাদ রেজিনগর থানার মরাদিঘা গ্রামে। জানা যায়, এদিন ভোর নাগাদ প্রতিবেশিরা এই গৃহবধূর ঝুলন্ত দেহ দেখতে পায়। তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনাটি জানাজানি হতেই স্বামী মানোয়ার হোসেন পলাতক।

জানা যায়, মৃত গৃহবধূর বাপের বাড়ি কাটোয়া থানার কড়ুই কইথন গ্রামে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন অভিযোগ জানানো হয়নি। মৃতার কাকী শাশুড়ি আলিয়া খাতুন বলেন, 'সাবিনা দীর্ঘদিন থেকে লিভারের ইনফেকশনে ভুগছিল। পেটের যন্ত্রণায় ছটফট করতো। সে দিন দিন মানসিক রোগীর মতো আচরণ করতো। গত রাতে খাওয়া-দাওয়া করে ওড়না নিয়ে ঘুমাতে যায়। সকালে উঠে দেখি তার এই অবস্থ।'

No comments:

Post a Comment