02 September 2018

শিক্ষক দিবসে সেরা বিদ্যালয় পুরস্কার পাচ্ছে মুর্শিদাবাদের দশটি উচ্চ বিদ্যালয়



ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২ সেপ্টেম্বরঃ ৫ সেপ্টেম্বর দেশ জুড়ে পালিত হবে শিক্ষক দিবস। বিদ্যালয়ের সামগ্রিক মানোন্নয়নের নিরিখে ২০১৮ সালে  মুর্শিদাবাদ জেলার সেরা বিদ্যালয় পুরস্কার পেতে চলেছে জেলার ১০ টি উচ্চ বিদ্যালয়। ওই দিন বহরমপুর রবীন্দ্রসদন থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে পুরস্কার প্রদান করবেন মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক।

১। গোরাবাজার ঈশ্বর চন্দ্র ইনস্টিটিউশন, সদর।
২। নগড়াজোল হাই স্কুল, সদর মহকুমা।
৩। পদ্মনাভপুর হাই মাদ্রাসা, সদর।
৪। লালগোলা এস এম গার্লস হাই স্কুল, লালবাগ। 
৫। নবাব বাহাদুর'স ইনস্টিটিউশন, লালবাগ।
৬। গোয়াস কালিকাপুর হাই স্কুল, ডোমকল।
৭। পঞ্চগ্ৰাম আই এস এ হাই স্কুল, জঙ্গিপুর।
৮। নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসা, জঙ্গিপুর।
৯। বালিয়া পি এন সিনহা হাই স্কুল, কান্দি।
১০। নগর এ এম ইনস্টিটিউশন, কান্দি।

আরও পড়ুন  সেরা বিদ্যালয় পুরস্কার মুর্শিদাবাদ জেলার দশ প্রাথমিক বিদ্যালয়

গোরাবাজার আই সি আই
নাগড়াজোল হাই স্কুল

লালগোলা এস এম গার্লস হাই স্কুল
পদ্মনাভপুর হাই মাদ্রাসা

নবাব বাহাদুর ইনস্টিটিউটশন 
গোয়াস কালিকাপুর হাই স্কুল
বালিয়া পি এন সিনহা হাই স্কুল

পঞ্চগ্রাম আই এস এ হাই স্কুল
নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসা 

নগর এ এম ইন্সটিটিউটশন  



No comments:

Post a Comment