03 September 2018

বেলডাঙায় রাস্তা তৈরির কাজে বাধার অভিযোগ, স্কুল পড়ুয়া ও শিক্ষিকাদের বিক্ষোভ



ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ৩ সেপ্টেম্বরঃ রাস্তা তৈরির কাজে বাধা অভিযোগ করে বিক্ষোভে ফেটে পড়ল স্কুল পড়ুয়া সহ স্কুলের দিদিমনিরা। সোমবার ঘটনাটি ঘটেছে বেলডাঙা পৌরসভার সন্নিকটে পাঠ ভবন স্কুলে। স্কুল কর্তৃপক্ষ জানান, স্কুলের গেটের সামনে প্রায় একশো মিটার মতো রাস্তা খারাপের জন্য বর্ষার সময় রাস্তায় জল দাঁড়িয়ে থাকে। তাই পড়ুয়াদের যাতায়াতের সমস্যা হয়।


এদিন এমপি উন্নয়ন তহবিলের টাকায় সেই রাস্তা ঢালায়ের কাজ চলছিল। তাদের অভিযোগ বেলডাঙার পৌরসভার পৌরপিতা কিছু লোকজন নিয়ে এসে সেই কাজে বাধা দেয়। এই অবস্থায় স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রী সহ সমস্ত স্টাফ ও দিদিমনিরা এসে পৌরপিতাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে। 


বেলডাঙা পৌরসভার পৌরপিতা ভরত কুমার ঝাওর অবশ্য কাজে বাধা দানের ঘটনা অস্বীকার করেন। তিনি জানান যে, ঢালায়ের রাস্তা সাধারণত কিছুটা উঁচু হয়। তাই পৌরসভার রাস্তার সঙ্গে এই রাস্তা যেখানে মিশবে সেখানে যেন ঢাল করে ভালোভাবে মিশে দেওয়া হয়। তা না হলে দুই রাস্তার মাঝে জল জমতে পারে। এই কথা বলতে তিনি সেখানে গিয়েছিলেন। এই পরামর্শ দিয়ে তিনি সেখান থেকে চলে আসেন। পরে অবশ্য ঢালায়ের কাজ শুরু হয়। 

No comments:

Post a Comment