12 September 2018

বড়সড় মোটর বাইক চোরের হদিশ পেল বেলডাঙার পুলিশ



ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ১২ সেপ্টেম্বরঃ বড়সড় মোটক বাইক চোরের সন্ধান পেল বেলডাঙা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ মঙ্গলবার  বেলডাঙার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে মোট ৩১ টি মোটর বাইক উদ্ধার করে। এঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে পুলিশ আটক করেছে। ধৃতরা হল আব্বাস সেখ - বাড়ি ঝুনকা পূর্বপাড়া, এটেল বক্স - নওপুকুরিয়া মাঠপাড়া, কবির মন্ডল - বাড়ি রেজিনগর। 


সূত্রের খবর পুলিশ আব্বাস সেখকে আটক করলে তার কাছ থেকে ১০ টি বাইক উদ্ধার করে। আব্বাস সেখের সূত্র ধরে এটেল বক্সের কাছ থেকে ৯ টা ও কবির মন্ডলের রেজিনগরের গ্যারেজ থেকে ১২ টা মোটর বাইক উদ্ধার করে। ধৃতদের বুধবার বহরমপুর আদালতে তোলা হয়। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেই তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:

Post a Comment