ওয়েবডেস্ক, কথাবার্তা, সাটুই, ২৬ সেপ্টেম্বর: বহরমপুর থানার সাটুই-এ বিজেপি-র বনধ-কে কেন্দ্র করে রণক্ষেত্র। গুরুত্বর আহত এক শিশু ও এক বৃদ্ধ। আহত শিশুর নাম রাকেশ নন্দী(১২) ও বৃদ্ধের নাম অধীর বিশ্বাস(৬০)। দুইজনেই পথচলতি সাধারণ মানুষ বলে জানা যায়।
সূত্রের খবর, বুধবার সকাল ৮ টা নাগাদ বিজেপি দলের কর্মী সমর্থকরা বিজেপি ১২ ঘন্টা ডাকা বনধকে সাফল্য করতে বহরমপুর-শক্তিপুর রাজ্য সড়ক অবরোধ করে এবং দোকানপাট বন্ধ করে দেয়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী আসলে বিজেপি কর্মী সমর্থকেরা ইটবৃষ্টি শুরু করে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে টিআর গ্যাস ছোঁড়েন। টিআর গ্যাসের ক্যাপে গুরুতর আহত হয় রাকেশ নন্দী ও অধীর বিশ্বাস।





No comments:
Post a Comment