25 September 2018

মানসিক স্বাস্থ্য সচেতনতা শিবির বেলডাঙার স্কুলে



ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২৫ সেপ্টেম্বর : নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ হাই স্কুলের এন. এস. এস. ইউনিটের উদ্যোগে ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হল 'মানসিক স্বাস্থ্য সচেতনতা শিবির'। বহরমপুরের প্রখ্যাত মানসিক স্বাস্থ্য পরামর্শদান কেন্দ্র 'মনোবীক্ষণ'-এর মনোবিদ কস্তোভ পারাজুলি ও শুভেচ্ছা চক্রবর্তী সমগ্র সচেতনতা শিবিরটি পরিচালনা করেন। 

১৪০ জন নির্বাচিত ছাত্রছাত্রী ও ৪২ জন অভিভাবক-অভিভাবিকা শিবিরে অংশগ্রহন করেন। ছাত্রছাত্রীদের বয়ঃসন্ধিকালীন মানসিক সমস্যার সমাধান, চাপমুক্ত পঠন পাঠন, বিভিন্ন পারিবারিক সমস্যা থেকে উদ্ভূত ছাত্রছাত্রীদের নানা প্রকার মানসিক সমস্যা ও তার সমাধান নিয়ে শিবিরে বিস্তারিত অালোচনা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও। 

No comments:

Post a Comment