02 September 2018

সেরা বিদ্যালয় পুরস্কার পাচ্ছে মুর্শিদাবাদ জেলার দশটি বিদ্যালয়



ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২ সেপ্টেম্বরঃ এবছর মুর্শিদাবাদ জেলার সেরা বিদ্যালয় পুরস্কার পেতে চলেছে জেলার ১০ টি প্রাথমিক বিদ্যালয়। ২০১৮ সালের বিদ্যালয়ের সামগ্রিক মানোন্নয়নের নিরিখে এই পুরস্কার পাচ্ছে বলে জানা যায়। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে বহরমপুর রবীন্দ্রসদন থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে পুরস্কার প্রদান করবেন মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক।

১) মরিচা পাড়া প্রাথমিক বিদ্যালয়,  জিয়াগঞ্জ চক্র।
২) মহলো হরিজন প্রাথমিক বিদ্যালয়, নবগ্রাম পশ্চিম চক্র।
৩) লক্ষীনাথপুর প্রাথমিক বিদ্যালয়, ডোমকল চক্র।
৪) অর্জুনপুর প্রাথমিক বিদ্যালয়, ফারাক্কা চক্র।
৫) কাঞ্চনতলা কামাত প্রাথমিক বিদ্যালয়, ধুলিয়ান চক্র। 
৬) মাহাতপুর প্রাথমিক বিদ্যালয়, ভগবানগোলা চক্র।
৭) মনীন্দ্রনগর নীগরবালা প্রাথমিক বিদ্যালয়, বেলডাঙা চক্র।
৮) পাথরঘাটা প্রাথমিক বিদ্যালয়, হরিহরপাড়া চক্র।
৯) ছাতিনাকান্দি রাজারবেড় প্রাথমিক বিদ্যালয়, কান্দি চক্র।
১০) সুতিঘাটা প্রাথমিক বিদ্যালয়,  সারগাছি চক্র।

আরও পড়ুন শিক্ষক দিবসে সেরা বিদ্যালয় পুরস্কার পাচ্ছে মুর্শিদাবাদের দশটি উচ্চ বিদ্যালয় 

মরিচাপাড়া প্রাঃ বিঃ

লক্ষীনাথপুর প্রাঃ বিঃ 
অর্জুনপুর প্রাঃ বিঃ 

মহলো হরিজন প্রাঃ বিঃ 
মনীন্দ্রনগর নীগরবালা প্রাঃ বিঃ

পাথরঘাটা প্রাঃ বিঃ 

ছাতিনাকান্দি রাজারবেড় প্রাঃ বিঃ

সুতিঘাটা প্রাঃ বিঃ 


No comments:

Post a Comment