ওয়েবডেক্স, কথাবার্তা , বেলডাঙা, ১ সেপ্টেম্বরঃ এবছর মুর্শিদাবাদ কৃতি শিক্ষক সংবর্ধনা দেওয়া হবে জেলার মোট ১০ জন শিক্ষক/শিক্ষিকাকে। তাঁদের মধ্যে ৫ জন হাই স্কুল ও ৫ জন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক/শিক্ষিকা আছেন। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে বহরমপুর রবীন্দ্রসদন থেকে এই সংবর্ধনা প্রদান করবেন মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক।
১। মোঃ সামাউন আনসারী, প্রধান শিক্ষক, সাহাদিয়ার হাই মাদ্রাসা।
২। কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়, প্রধান শিক্ষক, কুতুবপুর নব আদর্শ হাই স্কুল।
৩। মৃগাঙ্ক মৌলী বিশ্বাস, প্রধান শিক্ষক, বেলডাঙা নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয়।
৪। মহঃ অানারুল হক, সহকারী প্রধান শিক্ষক, হরেকনগর এ এম ইনস্টিটিউশন।
৫। সান্ত্বনা ব্যানার্জী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, রঘুনাথগঞ্জ হাই স্কুল।
৫। সান্ত্বনা ব্যানার্জী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, রঘুনাথগঞ্জ হাই স্কুল।
৬। অমৃতাভ মণ্ডল, প্রধান শিক্ষক, ৬৮ নং টেঁয়া বায়েনপাড়া প্রাথমিক বিদ্যালয়, ভরতপুর দক্ষিণ চক্র।
৭। আসিত প্রধান, প্রধান শিক্ষক, ৭০ নং অমৃতকুণ্ড হাই প্রাইমারী স্কুল, নবগ্রাম চক্র।
৮। শুভ্রা মণ্ডল, সহকারী শিক্ষক, ৬০ নং টেঁয়া প্রাথমিক বিদ্যালয়, ভরতপুর দক্ষিণ চক্র।
৯। আলেপ মণ্ডল, প্রধান শিক্ষক, ৫৩ নং দক্ষিণ জিতপুর ঘোষপাড়া প্রাথমিক বিদ্যালয়, ডোমকল দক্ষিণ চক্র।
১০। মোঃ বদরুল আলম, প্রধান শিক্ষক, ৪৪ নং পশ্চিম কাজিসাহা প্রাথমিক বিদ্যালয়, বেলডাঙা চক্র।


This comment has been removed by the author.
ReplyDeleteYou are pride of our family....
ReplyDeleteKrisnendu babu ke onek onek shubheccha...!
ReplyDelete