01 September 2018

মুর্শিদাবাদ কৃতি শিক্ষক সংবর্ধনা পাচ্ছেন বেলডাঙার তিন শিক্ষক



ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১ সেপ্টেম্বরঃ মুর্শিদাবাদ কৃতি শিক্ষক সংবর্ধনা পাচ্ছেন বেলডাঙার তিন শিক্ষক। বেলডাঙা নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃগাঙ্ক মৌলী বিশ্বাস, হরেকনগর এ এম ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক মহঃ অানারুল হক, বেলডাঙা চক্রের ৪৪ নং পশ্চিম কাজিসাহা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদরুল আলম। 

৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে বহরমপুর রবীন্দ্রসদন থেকে তাঁদের এই সংবর্ধনা প্রদান করবেন মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক। উল্লেখ্য, এবছর মুর্শিদাবাদ কৃতি শিক্ষক সংবর্ধনা দেওয়া হবে জেলার মোট ১০ জন শিক্ষককে। তাঁদের মধ্যে ৫ জন হাই স্কুল ও ৫ জন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক । 

No comments:

Post a Comment