ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ১৩ সেপ্টেম্বর  : এক পশলা বৃষ্টিতে রাস্তায় জল, বেহাল দশা বেলডাঙা-আমতলা রাজ্য সড়কে।  খানাখন্দ ভরা রাস্তায় বাস লরি ছোট গাড়ি চলার সময় বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। তবুও হেলদোল নেই রাজ্য সরকারের পূর্ত দপ্তরের। 
বেলডাঙা-আমতলা রাজ্য সড়কের হরেকনগর ফারাজিপাড়ার কাছে রাস্তার বেহাল দশা। পাশেই বড়ো পুকুর, বৃষ্টি হতেই রাস্তায় জল দাঁড়ায় প্রায় হাটুখানেক। রাস্তায় পিচ ও পাথর সরে গিয়ে বড়ো বড়ো গর্ত সৃষ্টি হয়েছে। যে কোন সময় বড়ো ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় মানুষের আশংকা। রাস্তা চলতে দুর্ভোগে পোহাতে হচ্ছে পথচলতি সাধারণ মানুষ থেকে বাইক চালক, টোটো চালক এমনকি বাস লরি চালকদের। হামেশাই বাইক, টোটো, লছিমন উলটে যাচ্ছে।
স্থানীয় মানুষের অভিযোগ, দু-এক গাড়ি আধলা ইট দিয়ে গর্ত মেরামতের চেস্টা করছে প্রশাসন তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না। কিছুদিনের মধ্যে আবার যেমনকার তেমন হয়ে যাচ্ছে। অবিলম্বে স্থায়ীভাবে রাস্তা সারাই না করলে যে কোন সময় বড়ো ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারে। গত জানুয়ারি মাসে রাস্তা খারাপের কারণে এই রাস্তার বেগুনবাড়ির কাছে ভোরবেলায় পুকুরে বাস উলটে ৯ জন যাত্রী প্রাণ হারায়, আহত হয়েছিল অনেকে। যদি প্রশাসন রাস্তা মেরামত না করে তবে পথে নেমে বড়ো ধরণের আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছে স্থানীয় জনগণ।  
 



 
No comments:
Post a Comment