03 August 2018

দৌলতাবাদে ছাগলকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু কুয়োতে ডুবে


ওয়েবডেস্ক, কথাবার্তা, দৌলতাবাদ, ৩ আগস্টঃ কুয়োতে পড়ে যাওয়া ছাগল বাঁচাতে গিয়ে মৃত্যু হল দুই যুবকের। নাম মুরসেলিম সেখ(২৮), রজব আলী(২৬)। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল ২:৩০ টা নাগাদ দৌলতাবাদ থানার নওদা পাড়ায়। সূত্রের খবর, এদিন দুপুর নাগাদ কুয়োতে একটি ছাগল পড়ে যায়। ছাগলটিকে বাঁচাত প্রথমে কুয়োতে নামে মুরসেলিম সেখ। মুরসেলিম কুয়ো থেকে উঠে আসছে না দেখে সেই কুয়োতে নামে তার মাসির ছেলে রজব আলী। কিন্তু তারা কেউ কুয়ো থেকে বেরিয়ে আসছে না দেখে স্থানীয়রা দমকলবাহিনীকে খবর দিলে তাদের উদ্ধার করে। স্থানীয়রা তাদের দুজনকে ইসলামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন।  

   ভিডিওটি দেখুন নিচে 



No comments:

Post a Comment