ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ২ আগস্টঃ বেলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম গৌতম (২৬)। বাড়ি ইসলামপুর। পেশায় হোটেল কর্মচারী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১.৩০ টা নাগাদ বেলডাঙ্গা থানার ভাবতা স্টেশন সংলগ্ন রেললাইনে। সে কর্মসূত্রে বেলডাঙা থানা এলাকার ভাবতা বাজারে একটি হোটেলে কাজ করত।
হোটেল ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রাত্রিতে ডিউটি থাকার ফলে সে হোটেলেই ছিল। বিশেষ কাজে হোটেল থেকে সকাল ১০ টা নাগাদ ভাবতা নেতাজির মোড়ে গিয়েছিল।কাজ সেরে ফেরার পথে সে কানে হেডফোন দিয়ে ট্রেনের লাইন বরাবর হেটে আসছিল। সেই সময় হঠাৎ লালগোলাগামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। রেলপুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
হোটেল ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রাত্রিতে ডিউটি থাকার ফলে সে হোটেলেই ছিল। বিশেষ কাজে হোটেল থেকে সকাল ১০ টা নাগাদ ভাবতা নেতাজির মোড়ে গিয়েছিল।কাজ সেরে ফেরার পথে সে কানে হেডফোন দিয়ে ট্রেনের লাইন বরাবর হেটে আসছিল। সেই সময় হঠাৎ লালগোলাগামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। রেলপুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।



No comments:
Post a Comment