ওয়েবডেস্ক, কথাবার্তা, ইসলামপুর, ২৫ আগস্টঃ ছেলে ও বৌমার হাতে খুন বৃদ্ধা মা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানা এলাকার শিশাপাড়া গ্রামে শনিবার সকালে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের নাম আওরা বেওয়া(৫৯)। বাড়ি ইসলামপুর থানার শিশাপাড়া এলাকায়।


মৃতের মেয়ে রাশিয়া বিবির অভিযোগ, 'দাদা ও বৌদি মিলেই পরিকল্পিতভাবে মা-কে খুন করেছে।' যদিও মৃতের ছেলে সাহাবুল সেখ ও বৌমা মার্জিনা বিবির পাল্টা দাবি, কিভাবে কি হয়েছে সমস্ত ঘটনা অজানা তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ইসলামপুর থানার পুলিশ।


No comments:
Post a Comment