24 August 2018

নওদায় অনুষ্ঠিত হল আন্তঃ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল


ওয়েবডেস্ক, কথাবার্তা, নওদা, ২৪ আগস্টঃ নওদা ব্লক আন্তঃ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের  ফাইনাল অনুষ্ঠিত হল শুক্রবার ঝাউবনার ফুটবল মাঠে। এদিন ফাইনালে মুখোমুখি হয় ঝাউবনা হাই স্কুল বনাম পাটিকাবাড়ি হাই স্কুল। পাটিকাবাড়ি হাই স্কুল ৪-০ গোলে জয় লাভ করে। 


স্কুলের প্লাটিনাম জুবিলি উৎসব উদযাপনের সমাপ্তিপর্বে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ঝাউবনা হাই স্কুল। নওদা ব্লকের মোট ১৪ টি হাই স্কুল খেলায় অংশগ্রহণ করে। খেলা শুরু হয়েছিল ৬ আগস্ট থেকে। আজ তার ফাইনাল খেলা হয় ঝাউবনা হাই স্কুলের মাঠে। প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ফাইনাল খেলা দেখার জন্য ভিড় জমান মাঠে।  


No comments:

Post a Comment