ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ১২ আগস্ট: বেলডাঙায় একদিনের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হল বড়ুয়া যুবক সংঘের হল ঘরে। জননী সুরক্ষা ও শিশু কল্যাণ সমিতির আয়োজনে এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। এই মেডিক্যাল ক্যাম্পে স্ত্রীরোগ, চক্ষু কান, চর্ম, দাঁত, অর্থপেডিক, শিশু চিকিৎসা, জেনারেল চিকিৎসা ও রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে বিনামূল্যে ঔষধ বিতরণও করা হয়। প্রায় ১৫০০ জন রোগী এই পরিষেবা গ্রহন করেন। উপস্থিত ছিলেন জননী সুরক্ষা ও শিশু কল্যাণ সমিতির কর্ণধর বিশিষ্ট অধ্যাপক ও সমাজসেবী সপ্তঋষি সাহা ও তাঁর স্ত্রী অমৃতা বিশ্বাস সাহা (এস আই অফ স্কুলস্), বেলডাঙা থানার ওসি সমিত তালুকদার, পঞ্চায়েত সমিতির সভাপতি আবু সইদ ও বিশিষ্টজনেরা।
এদিনের মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসার জন্য উপস্থিত ছিলেন ডাঃ আবুল কালাম আজাদ (স্ত্রী বিশেষজ্ঞ), ডাঃ এস গুপ্তা (স্ত্রী রোগ বিশেষজ্ঞ), ডাঃ এফ আকবর ( শিশুরোগ বিশেষজ্ঞ), ডাঃ রবিপ্রসাদ ( চর্মরোগ বিশেষজ্ঞ), ডাঃ মুর্শিদুল ইসলাম (দন্তরোগ বিশেষজ্ঞ), ডাঃ বিশ্বরূপ রায়, ডাঃ ইলিয়াস মোল্লা, ডাঃ শেখ আব্বাস উদ্দিন আরও অনেক বিশিষ্ট ডাক্তার। এছাড়াও চক্ষু বিশেষজ্ঞ ছিলেন শ্রুশ্রুত আই ফাউন্ডেশন থেকে আগত ৪ জন ডাক্তার। দাদপুর হাই স্কুলের শিক্ষক ও সমাজসেবী হাসানুজ্জামান বলেন, 'বেলডাঙা ব্লকের পিছিয়ে পড়া ১৩ টি অঞ্চল থেকে গরীব রোগীদের পরিষেবা দেবার জন্য এই উদ্যোগ নেওয়া হয়। আজকে ক্যাম্পে আমরা প্রায় ১৫০০ জন রোগীকে পরিষেবা দিতে পেরেছি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র বিভিন্ন সামাজিক জনকল্যানকর পরিষেবায় অনুপ্রাণিত হয়ে আমরা এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছি। আমরা পরবর্তীতে জনকল্যাণের জন্য এই রকম সমাজিক পরিষেবার আবার আয়োজন করব।'
এদিনের মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসার জন্য উপস্থিত ছিলেন ডাঃ আবুল কালাম আজাদ (স্ত্রী বিশেষজ্ঞ), ডাঃ এস গুপ্তা (স্ত্রী রোগ বিশেষজ্ঞ), ডাঃ এফ আকবর ( শিশুরোগ বিশেষজ্ঞ), ডাঃ রবিপ্রসাদ ( চর্মরোগ বিশেষজ্ঞ), ডাঃ মুর্শিদুল ইসলাম (দন্তরোগ বিশেষজ্ঞ), ডাঃ বিশ্বরূপ রায়, ডাঃ ইলিয়াস মোল্লা, ডাঃ শেখ আব্বাস উদ্দিন আরও অনেক বিশিষ্ট ডাক্তার। এছাড়াও চক্ষু বিশেষজ্ঞ ছিলেন শ্রুশ্রুত আই ফাউন্ডেশন থেকে আগত ৪ জন ডাক্তার। দাদপুর হাই স্কুলের শিক্ষক ও সমাজসেবী হাসানুজ্জামান বলেন, 'বেলডাঙা ব্লকের পিছিয়ে পড়া ১৩ টি অঞ্চল থেকে গরীব রোগীদের পরিষেবা দেবার জন্য এই উদ্যোগ নেওয়া হয়। আজকে ক্যাম্পে আমরা প্রায় ১৫০০ জন রোগীকে পরিষেবা দিতে পেরেছি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র বিভিন্ন সামাজিক জনকল্যানকর পরিষেবায় অনুপ্রাণিত হয়ে আমরা এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছি। আমরা পরবর্তীতে জনকল্যাণের জন্য এই রকম সমাজিক পরিষেবার আবার আয়োজন করব।'



No comments:
Post a Comment