24 August 2018

পরকীয়া স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী ডোমকলে


ওয়েবডেস্ক, কথাবার্তা, ডোমকল, ২৪ আগস্টঃ স্ত্রীর অবৈধ সম্পর্কে জেরে স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে খুন করে নিজেই আত্মঘাতী হল স্বামী। মৃত স্ত্রীর নাম সেলিনা বিবি (২৬) ও স্বামী সাবিরুল ইসলাম(৩০)। দম্পতির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১১ টা নাগাদ ডোমকল থানার আলীনগর গ্রামে। 


পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে সাবিরুল সেখের সঙ্গে বিয়ে হয় সেলিনা বিবির। বর্তমানে তাদের পরিবারে স্বামী, স্ত্রী সহ আরও দুইজন ছেলে ছিল। সাবিরুল সেখ পেশায় রাজমিস্ত্রি হওয়ায় কর্মসূত্রে ভিন রাজ্যে যেত। সপ্তাখানেক আগে ঈদ উপলক্ষে  কেরল রাজ্য থেকে বাড়ি ফিরে সাবিরুল। এখানে এসে স্থানীয় আত্মীয়র সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্ক কথা জেনে যায় সাবিরুল। শুক্রবার সকাল ১১ টা নাগাদ বাড়িতে কেউ না থাকায় স্ত্রী সেলিনা বিবি গলায় ফাঁস লাগিয়ে খুন করে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে দাম্পতিদের মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।


No comments:

Post a Comment