24 August 2018

ট্রান্সফর্মারের দাবিতে বিদ্যুৎ দফতরের গাড়ি আটকে বিক্ষোভ বেলডাঙায়


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২৪ আগস্টঃ বেলডাঙায় নতুন ট্রান্সফর্মারের দাবিতে বিদ্যুৎ দফতরের গাড়ি আটকে বিক্ষোভ দেখাল উত্তেজিত গ্রামবাসী। ঘটনাটি ঘটছে বেলডাঙা থানার দেবকুন্ড এলাকায়। সূত্রের খবর, হাজারের বেশি লোকজনের বসবাসের এলাকায় দীর্ঘ দুই মাস থেকে চারবার  ট্রান্সফরমার লাগিয়ে গেলেও পুড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। ভুগান্তিতে থাকছে এলাকাবাসী। 



গত বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ট্রান্সফরমার লাগিয়ে গেলে, ১২ ঘন্টা না কাটতেই আজ সকালে সেটা নষ্ট হয়ে যায়। ঘটনাস্থলে সকাল সাড়ে ১০ টা নাগাদ বিদ্যুৎ দফতরের লোকজন এলে তাদের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। তাদের দাবি, কনজুমারের সংখ্যা বেশি হলেও ট্রান্সফরমার ক্ষমতা বাড়ানো হচ্ছে না, সেই জন্যই বারবার পুড়ে যাচ্ছে ট্রান্সফরমার। তাই এবার বেশি ক্ষমতা যুক্ত ট্রান্সফরমার দাবি করে  তারা।




No comments:

Post a Comment