ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১৩ আগস্ট: বেলডাঙায় শাশুড়িকে মারধর করে খুনের অভিযোগ বৌমা ও তার মায়ের বিরুদ্ধে। মৃতের নাম তারিফা বেওয়া(৬৫)। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল ৫ টে নাগাদ বেলডাঙা থানার দেবকুন্ড গ্রামের দক্ষিন পাড়ায়। অভিযুক্ত বৌমার নাম সাহিনুর বিবি ও তার মায়ের নাম আরজিনা বিবি। অভিযুক্তরা মা ও মেয়ে পলাতক। তবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ প্রতিবেশী দুই ব্যক্তিকে আটক করেছেন। স্থানীয় সূত্রের খবর, মৃতের বাড়িতে তার ছেলে ও বৌমা থাকত। ছেলে হায়াতুল্লা সেখ পেশায় রাজমিস্ত্রি। মাস খানেক আগে সে কর্মসূত্রে কেরালা রাজ্যে গিয়েছে। দীর্ঘদিন ধরে শাশুড়ি ও বোমার মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। এদিন বৌমা তার মাকে ডেকে নিয়ে এসে শাশুড়িকে মারধর করে। শাশুড়ি মারা গেলে তার গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে তারা দুজনে পালিয়ে যায়।


No comments:
Post a Comment