ওয়েবডেস্ক, কথাবার্তা বেলডাঙা, ২৯ আগস্টঃ বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত এক আহত তিন জন। মৃতের নাম আমু সেখ(৩০)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১ টা নাগাদ বেলডাঙা থানার কাপাসডাঙা গ্রামের মাঠপাড়া এলাকার ডুমনি বিলের ধারে।
মৃতের বাড়ি কাপসাডাঙা গ্রামের হিজুলি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আমু সেখ বোমা বাঁধার কাজের সঙ্গে যুক্ত। এদিন টাকার বিনিময়ে সে বোমা বাঁধতে গিয়েছিল। হঠাৎ বোমা ফেটে গুরুত্বর আহত হয় ৪ জন।
কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই আমু সেখের মৃত্যু হয়, বাকি তিনজনকে আহত অবস্থায় সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দারা আহতদের নাম বলতে পারিনি।



No comments:
Post a Comment