ওয়েবডেস্ক, কথাবার্তা, বহরমপুর, ৩০ আগস্টঃ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রী বোঝায় বাস বহরমপুরে। মৃত ১, প্রায় আহত ২০ জন। মৃতের নাম নবনিতা সাহা, পেশায় শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ বহরমপুর খাগড়াঘাট রেলগেটের ক্রসিং পেরিয়ে ফতেপুর সংলগ্ন এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে।
বাসটি বহরমপুর থেকে সাগরদিঘি যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে উলটে যায়। সেসময় বাসে প্রায় ৫০ জন মতো যাত্রী ছিল। ঘটনাস্থলে মারা যায় সাগরদিঘি থানার সমসাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নবনিতা সাহা। তিনি বাসে চেপে বহরমপুর থেকে স্কুলে যাচ্ছিলেন।
প্রায় ২০ জন যাত্রী আহত হয়। স্থানীয় ও পথচারী লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য।দুর্ঘটনার ফলে দীর্ঘ সময় ধরে যানজটের সৃষ্টি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে জেসিবি দিয়ে বাসটিকে খাদ টেনে তোলে যানজট মুক্ত করেন।



No comments:
Post a Comment