ওয়েবডেস্ক, কথাবার্তা বেলডাঙা, ২৮ আগস্টঃ কেরালার সাম্প্রতিক বন্যাপীড়িত মানুষের সাহায্যে দুই লক্ষ টাকা দান করলো মুর্শিদাবাদ জেলার বেলডাঙা দারুল হাদীস সিনিয়র মাদ্রাসা। কেরালা রাজ্যে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় বিপদগ্রস্ত লক্ষ লক্ষ মানুষ। এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট দেখে কেঁদে উঠেছে দেশবিদেশের সহানুভূতি মানুষের হৃদয়।
বেলডাঙা দারুল হাদীস সিনিয়র মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা মিলে সিদ্ধান্ত নেন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর। তাই মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকার প্রদান করা অর্থ সহ মাদ্রাসার রিলিফ ফান্ড থেকে মোট দু লক্ষ টাকা মঙ্গলবার কেরালার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হয়।
বেলডাঙা দারুল হাদীস সিনিয়র মাদ্রাসার অ্যাডমিনিস্ট্রেটর সহকারী বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) খন্দেকার আশরাফুল সামিম সাহেব বলেন 'আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ অনুভব করেছি। তাই ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাগণের দান সহ মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অর্থে গড়ে ওঠা রিলিফ ফান্ড থেকে দুই লক্ষ টাকা কেরালার চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে পাঠিয়েছি। আর আমরা সকলকেই সাধ্যমত এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।'
![]() |
| মাদ্রাসা বিল্ডিং |
মাদ্রাসার শিক্ষারত্ন ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সুপারিনটেনডেন্ট মোঃ নুরুল ইসলাম মিয়া বলেন, 'অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য ও দায়িত্ব। আমরা সেই কর্তব্য কিছুটা পালন করেছি মাত্র।'




No comments:
Post a Comment