ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ৩১ আগস্টঃ তিন বছর ধরে খোঁজ করেও হোস্টেলের জন্য উপযুক্ত জমি পাওয়া যাচ্ছিল না। জমি পাওয়া গেলেও আকাশ ছোঁয়া দামের জন্য তা কেনা সম্ভব হচ্ছিল না। বাধ্য হয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় বিজ্ঞাপন দিলেও সে প্রচেষ্টা ব্যর্থ হয়। অবশেষে মাদ্রাসার প্লাটিনাম জুবিলি উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনে জমির জন্য আবেদন জানানো হয় ২০১৬ সালে। সেই আবেদনে সাড়া দিয়ে বেলডাঙা দারুল হাদীস সিনিয়র মাদ্রাসাকে জমি দানের জন্য এগিয়ে এলেন মোঃ বাসির হোসেন। বৃহস্পতিবার বেলডাঙা পাওয়ার হাউসপাড়ায় তিনি ১২ শতক জমি দান করেন মাদ্রাসার বয়েজ হোস্টেল নির্মাণের জন্য। যার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। পাওয়ার হাউসপাড়ার মির্জাপুর রাস্তার পাশে জমি অবস্থিতি, মাদ্রাসা থেকে যার দুরত্ব প্রায় ১ কিমি পশ্চিমে। মোঃ বাসির সাহেবের জন্মস্থান মির্জাপুর গ্রামে। তাঁর পিতা মোঃ ফতেহ্ আলি ছিলেন এই মাদ্রাসার একজন প্রাক্তণ শিক্ষক। মোঃ বাসির সাহেব তাঁর মৃতা দুই কন্যা সাবানা আফরোজ ও জাহান আরা আফরোজ-এর স্মৃতি রক্ষার্থে মাদ্রাসাকে এই জমি দান করলেন। মোঃ বাসির সাহেব বর্তমানে ডোমকলে বসবাস করেন।
মাদ্রাসার বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ১৭০০ জন। এখানে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পশ্চিমবঙ্গের মাদ্রাসা বোডের, বিএ ও এমএ থিওলজি-র পঠনপাঠন পশ্চিমবঙ্গ আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে হয়ে থাকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে বিএ ও এমএ থিওলজি বিভাগে ভর্তি হয়। এমনকি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বাঁকুড়া, মেদিনীপুর, হুগলি, বর্ধমান ইত্যাদি জেলা থেকে ছাত্রছাত্রী এখানে পড়তে আসে। হোস্টেল না থাকার কারণে তাদেরকে বিভিন্ন জায়গায় ঘর ভাড়ায় থাকতে হয়। অবশেষে সেই সমাধান হতে চলেছে এই হোস্টেলের মাধ্যমে। উল্লেখ্য, প্রায় ৫ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত লিফট যুক্ত চারতলা মাদ্রাসার ভবনের নির্মাণ-কার্য প্রায় শেষের দিকে। এই ভবনের উপরে বসবে সোলার প্যানেল, যার সাহায্যে সমগ্র ভবনের বিদ্যুৎ সাপ্লাই হবে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, 'প্লাটিনাম জুবিলি উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনে জমির আবেদনে সাড়া দিয়ে মোঃ বাসির সাহেব স্বেচ্ছায় মাদ্রাসার নামে বয়েজ হোস্টেল নির্মাণের জন্য জমি দান করলেন। এর জন্য আমরা তাঁর কাছে চিরকৃতজ্ঞ। হোস্টেলের নাম রাখা হবে সাবানা-জাহান বয়েজ হোস্টেল।'


Thanks u bashir
ReplyDeleteThanks Md Basir Hossain
ReplyDeleteThank you Basir kaku
ReplyDelete