ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ২৩ আগস্টঃ কেরল রাজ্যের ভয়াবহ বন্যায় জর্জরিত লক্ষ লক্ষ মানুষ। অভাব দেখা দিয়েছে খাদ্য ও পানীয় জলের। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেশের সর্বস্তরের মানুষ। কেরলের বন্যা দুর্গত মানুষের সাহায্যে অর্থ যোগান কর্মসূচী শুরু করল এস ইউ সি আই দল।
বেলডাঙা লোকাল কমিটি বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর নাগাদ বেলডাঙার রেলস্টেশন, থানার মোড়, বড়ুয়া, পাঁচরাহা, ছাপাখানা, নিচু বাজার সহ বিভিন্ন লোকালয়ে গিয়ে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। উপস্থিত ছিলেন এস ইউ সি আই দলের জেলা ও ব্লক নেতৃত্ব।
বেলডাঙা এস ইউ সি আই ব্লক কমিটির সম্পাদক বাবর আলি বলেন, 'কেরলের ভয়াবহ বন্যায় দুর্গত মানুষদের সাহায্যার্থে আমরা আজ বেলডাঙার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করলাম। প্রায় সাড়ে সাত হাজার টাকা সংগ্রহ হয়েছে। ঈদের জন্য বেশির ভাগ দোকান বন্ধ থাকার ফলে সকলের কাছে যেতে পারলাম না। আগামীতে আমরা আবার যাব দোকানে দোকানে অর্থ সংগ্রহের জন্য।'




No comments:
Post a Comment