31 July 2018

কাশ্মীরে মারা গেল মুর্শিদাবাদের এক জওয়ান


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ৩১ জুলাইঃ রেজিনগর থানার আন্দুলবেড়িয়া কাছারিপাড়া বাড়ি এক CRPF জওয়ান কাশ্মীরের শ্রীনগরে হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যায় সোমবার সকালে। নাম অনুপ হাজরা (৩০)। তিনি চাকুরীতে ২০০৯ সালে যোগদান করেন। 

অনুপ হাজরা ( ফাইল চিত্র)
মঙ্গলবার রেজিনগরে তাঁর মৃত দেহ আসে। মৃত জওয়ানের অন্তেষ্টিক্রিয়াটার জন্য পরিবারের হাতে CRPF এর পক্ষ থেকে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। মৃতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকাল ৫ টা নাগাদ ঘুম থেকে উঠে তাঁর বুকে ব্যথা শুরু হয়, সেখান থেকে ডিপার্টমেন্টের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের পর মারা যায়। এই ঘটনায় শোকের ছায়ায় নেমে এসেছে আন্দুলবেড়িয়া গ্রামে। মৃতের সংসারে আছে তাঁর স্ত্রী, এক ছেলে ও মা-বাবা।

মৃতের ছেলে ও স্ত্রী 



No comments:

Post a Comment