ওয়েবডেস্ক, কথাবা, বেলডাঙা, ১ আগস্টঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে তুলে দেওয়া হল স্কলারশিপ। বুধবার বিকেল তিনটে নাগাদ দেবকুন্ড হাই মাদ্রাসা (উঃমাঃ) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই কর্মসূচী। এদিন এবছরের মাধ্যমিকে প্রথম স্থানাধিকারীকে 'মিসেস আফিয়া খাতুন' স্কলারশিপ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারীকে 'সেখ আব্দুল হামিদ' স্কলারশিপ প্রদান করা হয়। মাধ্যমিকে প্রথম স্থান হয়ে 'মিসেস আফিয়া খাতুন' স্কলারশিপ ও 'সেখ আব্দুল হামিদ' স্কলারশিপ গ্রহণ করে হোসনেয়ারা খাতুন। উচ্চমাধ্যমিকে প্রথম স্থান পেয়ে 'সেখ আব্দুল হামিদ' স্কলারশিপ গ্রহণ করে মাহফুজা খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিল স্কলারশিপ দাতা আব্দুল হাসানাত, বিশিষ্ট সমাজসেবি ডঃ হরিনারায়ণ ফতেপুরিয়া, প্রধান শিক্ষক সবুর আলী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও বিশিষ্টরা।
01 August 2018
দেবকুন্ড হাই মাদ্রাসায় স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান
ওয়েবডেস্ক, কথাবা, বেলডাঙা, ১ আগস্টঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে তুলে দেওয়া হল স্কলারশিপ। বুধবার বিকেল তিনটে নাগাদ দেবকুন্ড হাই মাদ্রাসা (উঃমাঃ) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই কর্মসূচী। এদিন এবছরের মাধ্যমিকে প্রথম স্থানাধিকারীকে 'মিসেস আফিয়া খাতুন' স্কলারশিপ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারীকে 'সেখ আব্দুল হামিদ' স্কলারশিপ প্রদান করা হয়। মাধ্যমিকে প্রথম স্থান হয়ে 'মিসেস আফিয়া খাতুন' স্কলারশিপ ও 'সেখ আব্দুল হামিদ' স্কলারশিপ গ্রহণ করে হোসনেয়ারা খাতুন। উচ্চমাধ্যমিকে প্রথম স্থান পেয়ে 'সেখ আব্দুল হামিদ' স্কলারশিপ গ্রহণ করে মাহফুজা খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিল স্কলারশিপ দাতা আব্দুল হাসানাত, বিশিষ্ট সমাজসেবি ডঃ হরিনারায়ণ ফতেপুরিয়া, প্রধান শিক্ষক সবুর আলী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও বিশিষ্টরা।
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment