28 August 2018

রেজিনগরে বাইকের ধাক্কায় মৃত এক পথচারী



ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ২৮ আগস্টঃ রেজিনগরে পথ দুর্ঘটনায় মৃত ১ জন।  মৃতের নাম জীতেন বিশ্বাস(৫৭)। বাড়ি রেজিনগর থানার বিকননগর এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ৮ টা নাগাদ রেজিনগর-সর্বাঙ্গপুর রাজ্য সড়কে উপর বিকননগর কালীতলার কাছে। জানা যায়, প্রতিদিনের মত এদিনও পেশার তাগিদে মাছ ধরার বৃত্তি (খলুই) পেতে বাড়ির ফিরছিল। 

পথে পেছন থেকে একটি মোটর সাইকেল এসে ধাক্কা মারে তাকে। সঙ্গে ছিল প্রতিবেশী সম্পর্কে ভাই শ্রীমান্ত রায়। সে অনেকক্ষণ ধরে চেষ্টা করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেসময় পথে কোন যানবাহন না থাকায় তাকে হাসপাতালে নিয়ে যেতে পারেনি। বেশ কিছুক্ষণ পর জীতেন মন্ডল সেখানেই মারা যায়। চালকসহ ঘাতক বাইকটি পলাতক। পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকাল কলেজ হাসপাতালে পাঠায়। মৃত ব্যক্তির বাড়িতে আছে এক ছেলে ও দুই মেয়ে। 

No comments:

Post a Comment