11 July 2018

বেলডাঙায় ফের লরির ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহী


ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা,  ১১ জুলাইঃ বেলডাঙায় পথ দুর্ঘটনায় ফের মৃত্যু এক বাইক আরোহী এবং আহত আরও একজন। বেলডাঙা পেট্রোলপাম্প থেকে পেট্রোল নিয়ে বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটে বলে জানা যায়। মৃতের নাম  ইয়ামিন সেখ(৩০)। আহতের নাম ইমারুল বিশ্বাস। দুজনের বাড়ি বেলডাঙা থানার দয়ানগর গ্রামে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১ টা নাগাদ বেলডাঙা থানার এলাকার লহোরের গেট সংলগ্ন ৩৪নং জাতীয় সড়কে। 


স্থানীয় সূত্রে খবর এদিন ইয়ামিন সেখ বাইকে পেট্রোল ভরে বাড়ি ফেরার পথেই পাট বোঝায় একটি লরি পেছন থেকে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে ইয়ামিন সেখের মৃত্য হয়। আহত ইমারুল বিশ্বাসকে প্রথমে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যাওয়া হলে চিকিৎসকেরা তাকে বহরমপুর মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পলাতক লরি সহ চালককে বেলডাঙা থানার পুলিশ ভাবতা থেকে আটক করে থানায় নিয়ে আসে।
উল্লেখ্য গত শুক্রবারে রাত ১১ টার নাগাদ এখানেই পাথর বোঝাই লরির ধাক্কায় মৃত ঘটে মহ্যমপুর নতুনপাড়ায় বাইক আরোহী সাহিদ সেখের(৩২)। 


No comments:

Post a Comment