11 July 2018

ঝড়খন্ডে মাওবাদীর গুলিতে নিহত মুর্শিদাবাদের সিআরপিএফ জওয়ান


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১১ জুলাইঃ ঝাড়খন্ডে মাওবাদীর গুলিতে নিহত হলেন মুর্শিদাবাদের বেলডাঙা থানার মহুলা গ্রামের সিআরপিএফ জওয়ান নির্মল ঘোষ (২৭)। মৃতের পরিবার সূত্রে জানা যায় বুধবার সকাল ১১ টা  নাগাদ মহুলার বাড়িতে ঝাড়খন্ড থেকে ফোনে জানানো হয় নির্মল মারা গেছেন মাওবাদীর গুলিতে। এদিন সকাল ৯ টা নাগাদ নির্মলের মাথাতে মাওবাদীদের ছোঁড়া গুলি লাগে। ঘটনাস্থলেই তার মৃত ঘটে।
নির্মল ঘোষ ও তার স্ত্রী ( ফাইল চিত্র)

মৃতের বাবা নারায়ণ ঘোষ জানায়, ১মাসের ছুটি কাটিয়ে এ মাসের ৬ তারিখে  বাড়ি থেকে তার ছেলে ঝড়খন্ডে চাকুরীক্ষেত্রে যায়। নির্মল ২০১১ সালে  ফেব্রুয়ারি মাসে সিআরপিএফ চাকুরীতে যোগদান করেন। দেড় বছর আগে বিয়ে হয়। স্ত্রী ৭ মাসের অন্তসত্ত্বা। স্ত্রী ছাড়াও তার পরিবারে আছেন এক ভাই এবং বৃদ্ধ মা বাবা। বাবা ঔষধ ডিলার।

নির্মল ঘোষ (ফাইল চিত্র)


No comments:

Post a Comment