11 July 2018

দলীয় কর্মীর খুনীদের গ্রেপ্তারের দাবিতে বিজেপি-র বিক্ষোভ শক্তিপুর থানার সামনে


ওয়েবডেস্ক, কথাবার্তা, শক্তিপুর, ১১ জুলাইঃ বিজেপি কর্মী ধর্ম হাজারা-র দোষীদের গ্রেপ্তারের দাবিতে শক্তিপুরে থানার সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাল বুধবার। পুলিশের সঙ্গে চলে খন্ড যুদ্ধ ।
উল্লেখ্য, শক্তিপুরে বিজেপি কর্মীর মৃত দেহ উদ্ধার হয় চলতি মাসের দুই তারিখে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মৃতের নাম ধর্ম হাজরা। সেদিন সোমবার বেলা ১১ টা নাগাদ শক্তিপুর থানার তালডাঙা গ্রামের বিল থেকে উদ্ধার হয় তার দেহ। রবিবার থেকে সে নিরুদ্দেশ ছিল বলে মৃতের পরিবারের অভিযোগ। পুলিশ মৃত দেহ উদ্ধার করে। সেই ঘটনায় বিজেপির তরফ থেকে কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু পুলিশ তাদের না ধরে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে জানায় বিজেপি নেতৃত্ব। তাই এদিন দোষীদের আটকের দাবিতে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে শক্তিপুরের বিজেপি কর্মীরা।


No comments:

Post a Comment