20 July 2018

বৃক্ষরোপণ অনুষ্ঠানের মাধ্যমে নওপুকুরিয়া হাই স্কুলের অরণ্য সপ্তাহ উৎযাপন


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২০ জুলাইঃ সারা রাজ্য জুড়ে ১৪ জুলাই থেকে ২০ জুলাই ৭দিন ধরে চলছে অরণ্য সপ্তাহ। অার সেই উপলক্ষে অাজ বেলডাঙ্গা নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয়ের এন. এস. এস ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত  হল বৃক্ষসহ পথসভা, বৃক্ষরোপন, বৃক্ষ বিতরন প্রভৃতি কর্মসূচি। মেহেগনী, ইউক্যালিপটাস, টেকোমা, অাকাশমনি, সোনাঘড়ি সহ প্রায় ১৫০ টি গাছ রোপন ও বিতরন করা হয়। 


বৃক্ষ বিতরণ করা হয় ছাত্রছাত্রীদের। এমনকি বাড়ি বাড়ি গিয়েও বৃক্ষ রোপন করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষকাবৃন্দ। সমগ্র অনুষ্ঠানের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন বিদ্যলয়ের এন. এস. এস প্রোগ্রাম অফিসার অমিত কুমার মণ্ডল। 




No comments:

Post a Comment