24 July 2018

বেলডাঙ্গা চক্রের বিজ্ঞান প্রদর্শনীতে সেরা নওপুকুরিয়া হাই স্কুল


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২৪ জুলাইঃ  বেলডাঙ্গা হরেকনগর এ. এম. ইনস্টিটিউশনে ২৪শে জুলাই অনুষ্ঠিত হল বেলডাঙ্গা সি. এল. অার. সি- র উদ্যোগে বিজ্ঞান প্রদর্শনী প্রতিযোগিতা।  বেলডাঙ্গা চক্রের মোট ১০ টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের বিজ্ঞান মডেল ও চার্টের মাধ্যমে তাদের সৃজনশীল চিন্তাভাবনা সকলের সামনে তুলে ধরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুশান্ত মণ্ডল সহ অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। এই প্রদর্শনী তথা প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী গতবারের ন্যায় এবারও প্রথম স্থান অধিকার করেছে নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ)। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে মীর্জাপুর হাজি সোলেমান চৌধুরী হাইস্কুল ও হরিমতি গার্লস হাইস্কুল।


No comments:

Post a Comment