18 July 2018

বেলডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু ১ এবং আহত ১


ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা,  ১৮ জুলাইঃ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু ১ এবং আহত ১। মৃতের নাম সাজারুল সেখ (৭)। আহত সায়েজদা বিবি। ঘটনাটি ঘটেছে বুধবার বেলডাঙ্গা মহ্যমপুর বাগানপাড়া এলাকায়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। প্রত্যক্ষ দর্শীদের কথায় বুধবার সকালে রবিউল সেখের বাড়িতে ছোটো গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে গ্যাস সিলিন্ডারটি বাড়ি থেকে বের করে রাস্তায় রাখে। কিন্তু দুই মিনিটের মধ্যে সিলিন্ডারটি ব্লাস্ট হয়ে যায়। সেই সময় কিছুটা দূরে ট্যাপে জল আনতে যাচ্ছিল  সায়েজদা বিবি তার ছেলে সাজারুল সেখকে নিয়ে। সিলিন্ডারটি ব্লাস্ট হয়ে তাদের গায়ে লাগে। আহত দুজনকে প্রথমে বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাদের সঙ্গে সঙ্গে বহরমপুর মেডিক্যাল কলেজে রেফার করা হয়। বহরমপুর যাওয়ার পথে সাজারুল সেখের মৃত্যু ঘটে। আহত সায়েজদা বিবি বর্তমানে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 


No comments:

Post a Comment