26 July 2018

মশাকে ঘিরে ডেঙ্গু আতঙ্ক ছড়ালো বেলডাঙ্গা পৌরসভায়


ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ২৬ জুলাইঃ বর্ষা আসতেই মশার উৎপাত শুরু হয়ে গেছে। বেলডাঙ্গায় একটি মশাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ডেঙ্গু আতঙ্ক। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ৪টা নাগাদ বেলডাঙ্গা পৌরসভার কলোনী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, লাল্টু সাহা নামে এক স্থানীয় ব্যক্তি তার বাড়ির পাশে হঠাৎ মশাটি লক্ষ করে এবং সেটাকে মেরে ফেলে।

এই সেই আতঙ্কিত মশা 

মশাটি এডিস মশার মতো দেখতে হওয়ায় তার মনে সন্দেহের সৃষ্টি হয় এবং পাড়ার লোকজনদের বিষয়টি জানান। পড়ার লোকজন মশাটিকে দেখার পর আতঙ্কিত হয়ে বেলডাঙ্গা পৌরসভায় খবর দিলে পৌরসভা থেকে একটি টিম ঘটনাস্থলে আসে। তারা এসে মশাটিকে পর্যবেক্ষণ করেন। বেলডাঙ্গা পৌরসভার সহকারি স্বাস্থ্য আধিকারিক সাইফুল ইসলাম জানান, এটি ডেঙ্গুর মশা নয়। বেলডাঙ্গা পৌরসভার এলাকায় একদিন অন্তর ড্রেন সহ বিভিন্ন জায়গায় মশানাশক স্প্রে করা হয়। ফলে বিপদজনক কোন মশা থাকার সম্ভবনা নেই।


No comments:

Post a Comment